বয়স

7 Comments

সিনথিয়ার বাসায় তার দুই খালাতো বোন ইমি ও শান্তা বেড়াতে এসেছে। ইমির হাতে সিনথিয়ার নতুন মোবাইল সেট। ইমি সেটের অপশন দেখছিল। এমন সময় মোবাইলে মেসেজ আসার রিং বেজে উঠলো। ইমি বললো আপু, শোভন নামে একজন এসএমএস পাঠিয়েছে। পড়তো শুনি। কি লিখেছে। ইমি জোরে জোরে পড়ে শোনালো।

‘গুরু, দুরু দুরু বুকে তোমাকে ভালোবাসা জানিয়েছিলাম, তাই বলে তোমাকে ছাড়া বছর শুরু করতে হবে ভাবিনি। হ্যাপি নিউ ইয়ার।’

বাকিটুকু পড়তে ক্লিক করুন

Advertisements

দেশ ই গল্প–কবি পর্ব

Leave a comment

দেশ টিভিতে আমার পরিকল্পনা এবং স্ক্রিপ্টে, ইরেশ জাকেরের উপস্থাপনায় দেশ ই গল্প নামে একটা ফান শো হয়।  অনেকেই অনুষ্টানটি টিভিতে দেখতে না পেরে আমার কাছে ভিডিও চেয়েছেন। কেউ বলেছেন ইউটিউবে আপ করতে। কিন্তু আমার কাছে এর কোন ভিডিও কপি নেই। তাই ভাবলাম ব্লগে কিছু স্ক্রিপ্ট দিয়ে দেই। আমার বন্ধুরা দেখতে না পারলেও পড়তে তো পারবেন।
দেশ  ই গল্প–কবি পর্ব
প্রিয় একমাত্র দর্শক, দেশ ই গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রন জানাই আমি ইরেশ জাকের.। প্রতি পর্বের মত আজও আমার সঙ্গে উপ¯ি’ত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম কালু গুন্ডা। উপমহাদেশে উনার মতো বড় উঠতি কবি আর নেই। আজ আমরা উনার সাথে বাংলাদেশে এবং বিশ্বের কবিতা  নিয়ে আলাপ করব। দেশ ই গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন কর“ণ  ০০-৪২০-৬৯ নম্বরে।

বাকিটুকু পড়তে ক্লিক করুন

বইমেলায় এক বিকেল

Leave a comment

বড় করে দেখতে চাইলে ছবিতে ক্লিক করুন

বইমেলায় এক বিকেল

ছিনতাই

Leave a comment

“আপনি আমার মোবাইলটা নেবেনতো? এই নিন। সিমটাও রাখুন। ২০০ টাকা ব্যালেন্স আছে”। কথাগুলি তামান্না তার সামনে দাড়ান লম্বা চুলের ছেলেটাকে বলছিল। ছেলেটাকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই তামান্না মোবাইলটা তার হাতে দিয়ে হন হন করে হাটা দিল। তামান্নার মনটাই খারাপ হয়ে গেল। কেন তার সাথেই এমন হয়? এর আগে তিন বার তার মোবাইল ছিনতাই হয়েছে। আজও কোচিং থেকে বের হওয়া মাত্র লম্বা চুলের লম্বা এক ছেলে খাম্বার মত তার সামনে এসে দাড়ায়। ছেলেটা খুব বিনয়ের সাথে তাকে বলল-ম্যাডাম একটু শুনবেন, প্লিজ? তামান্নার কোন কিছু শোনার দরকার হয়নি।
বাকিটুকু পড়তে ক্লিক করুন

একুশে বইমেলায়ঃ ঘটকালির আখড়া

Leave a comment

একুশে বইমেলায়ঃ ঘটকালির আখড়া

একুশে বইমেলা, সবাই বই খুঁজতে নয়, কেউ কেউ বিয়ে খুঁজতেও যায় বৈকি

দেশ ই গল্প: ফোন-অতিথি পর্ব

3 Comments

দেশ টিভিতে আমার পরিকল্পনা এবং স্ক্রিপ্টে, ইরেশ জাকেরের উপস্থাপনায় দেশ ই গল্প নামে একটা ফান শো হয়।  অনেকেই অনুষ্টানটি টিভিতে দেখতে না পেরে আমার কাছে ভিডিও চেয়েছেন। কেউ বলেছেন ইউটিউবে আপ করতে। কিন্তু আমার কাছে এর কোন ভিডিও কপি নেই। তাই ভাবলাম ব্লগে কিছু স্ক্রিপ্ট দিয়ে দেই। আমার বন্ধুরা দেখতে না পারলেও পড়তে তো পারবেন।

Image

প্রান প্রিয় একমাত্র দর্শক, দেশ ই গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রন জানাই আমি ইরেশ জাকের।
প্রতি পর্বের মত আজও আমার সঙ্গে উপ¯ি’ত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম আফজাল হায়দার। উপমহাদেশে ওনার চেয়ে ইয়ে আর নেই। ইয়ে মানে কি সেটা আমি
বলতে পারছি না। মুখে বাধে। আমাদের কর্তিপক্ষকে নানান ভাবে প্রভাবিত করে আজ আমার অনুষ্ঠানে অতিথি হয়েছেন। এটা খুবই মর্মান্তিক একটা খবর। তবে ভেবে ভাল লাগছে ওনার চেহারা আমাকে
দেখতে হবে না। আমি আজ ওনার সাথে টেলিফোনে আমাদের আলোচনা চালাবো।
বাকিটুকু পড়তে ক্লিক করুন

দেশ ই গল্প—কবিরাজ পর্ব

4 Comments

দেশ টিভিতে আমার পরিকল্পনা এবং স্ক্রিপ্টে, ইরেশ জাকেরের উপস্থাপনায় দেশ ই গল্প নামে একটা ফান শো হয়।  অনেকেই অনুষ্টানটি টিভিতে দেখতে না পেরে আমার কাছে ভিডিও চেয়েছেন। কেউ বলেছেন ইউটিউবে আপ করতে। কিন্তু আমার কাছে এর কোন ভিডিও কপি নেই। তাই ভাবলাম ব্লগে কিছু স্ক্রিপ্ট দিয়ে দেই। আমার বন্ধুরা দেখতে না পারলেও পড়তে তো পারবেন।
দেশ  ই গল্প
কবিরাজ পর্ব

প্রান প্রিয় একমাত্র দর্শক, দেশ ই গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রন জানাই আমি ইরেশ জাকের।
প্রতি পর্বের মত আজও আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি।  উপমহাদেশের ওনার চেয়ে বড় কবিরাজ আর নেই। আজ আমরা কবিরাজির নানান অজানা বিষয় নিয়ে আলাপ করব।
দেশ ই গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন কর“ণ  ০০-৪২০-৬৯ নম্বরে। সমালোচনা করতে চাইলে যা খুশি আজে বাজে কথা লিখে এসএমএস কর“ন যে কোন নম্বরে।
বাকিটুকু পড়তে ক্লিক করুন