সিনথিয়ার বাসায় তার দুই খালাতো বোন ইমি ও শান্তা বেড়াতে এসেছে। ইমির হাতে সিনথিয়ার নতুন মোবাইল সেট। ইমি সেটের অপশন দেখছিল। এমন সময় মোবাইলে মেসেজ আসার রিং বেজে উঠলো। ইমি বললো আপু, শোভন নামে একজন এসএমএস পাঠিয়েছে। পড়তো শুনি। কি লিখেছে। ইমি জোরে জোরে পড়ে শোনালো।
‘গুরু, দুরু দুরু বুকে তোমাকে ভালোবাসা জানিয়েছিলাম, তাই বলে তোমাকে ছাড়া বছর শুরু করতে হবে ভাবিনি। হ্যাপি নিউ ইয়ার।’
Advertisements